রাজশাহী রেল স্টেশনে ককটেল,নিস্ক্রিয় করল বোম ডিস্পোজাল ইউনিট
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৬-১১-২০২৩ ০১:১৯:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-১১-২০২৩ ০১:২৪:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী রেল স্টেশনে বাহিরে দুটি ককটেল সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে দুর্বৃত্তরা এই ককটেল সাদৃশ্য বস্তুটি রেখে চলে যায়।
তবে ঘটনার পরপরই পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রেখেছে। রাত সাড়ে ১০ টার দিকে ককটেল দুটি নিস্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান,রেলওয়ের স্থানীয় প্রহরীরা এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটাগুলো উদ্ধারের এর মধ্যে বোম ডিসপোজাল টিম বস্তুটি উদ্ধারে রওনা দেয়।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,স্টেশনে দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এখন পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন,পরীক্ষার পর বলা যাবে এগুলো আদৌ ককটেল নাকি বস্তু। বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স