পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন আশরাফুল আলম ও সনাতন চক্রবর্তী
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৭-১১-২০২৩ ১০:৪৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৩ ১২:০৬:৩৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু সালেহ মো. আশরাফুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব সনাতন চক্রবর্তী পুলিশ সুপার' পদে পদোন্নতি হয়েছে।
পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ায় তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহীর জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম। সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ও সনাতন চক্রবর্তী সহ (১৫০ একশত পঞ্চাশ) বিসিএস (পুলিশ) ক্যাডার কর্মকর্তাগণকে সুপারনিউমারারি ‘পুলিশ সুপার' (গ্রেড-৫) পদে পদোন্নতি দেয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেছেন, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ শাখার সিনিয়র সহকারী সচিব মাহাবুবর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স