নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৫-১১-২০২৩ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৩ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বুধবার (১৫ নভেম্বর) হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ‘ভাইফোঁটা’ অনুষ্ঠান পালিত হয়েছে।
রশিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীপক চন্দ্র জানান, পুরাণে উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের অমরত্ব লাভের চেতনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তা পালন করেন। বোনেরা এ দিন পালনের জন্য স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে আসেন। বোনেরা মিঠাই-মিষ্টান্নসহ ভালো খাবার তৈরি করেন। ভাইয়েরা বোনের ফোঁটা নিয়ে উপহার দেন।
ভাবিচা গ্রামের গৃহিণী বেবি রানী জানান, ভাইকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। বাম হাতের কড়ে অথবা অনামিকা আঙুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। টিপু মন্ডল বলেন, ভাইফোঁটা শুধু পারিবারিক গণ্ডীর মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব । সবুজ সরকার
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স