1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১৪ দলকে আরও দৃশ্যমান হতে হবে: ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১৭-১১-২০২৩ ১১:২২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৩ ১১:৩৭:৫০ অপরাহ্ন
১৪ দলকে আরও দৃশ্যমান হতে হবে: ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক: রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) রাশেদ খান মেননের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেন ১৪ দলকে আরও দৃশ্যমান করা ও দলের মধ্যে আসন বণ্টন জরুরি বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

এতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন ও সাংবিধানিক ধারাকে রক্ষা করাই এখন জাতির সামনে প্রধান চ্যালেঞ্জ। সে কারণে এ মুহূর্তে ১৪ দলকে আরও দৃশ্যমান করা ও ১৪ দলের মধ্যে আসন বণ্টন করে প্রার্থীদের এখনই মাঠে নামিয়ে দিতে হবে। ওয়ার্কার্স পার্টি এ ব্যাপারে ১৪ দলের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করছে। কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির পক্ষ থেকে ৩০টি আসনের প্রার্থিতা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। শুক্রবার থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে।

সভায় বলা হয়, সাম্রাজ্যবাদী, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিসহ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের সব দল তাদের লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছে। এবারের নির্বাচনী লড়াই যে প্রতিবেশ পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে ১৪ দলের ঐক্য ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামের অগ্রদূত বলে অভিহিত করেন। কেন্দ্রীয় কমিটির সভায় বলা হয়, মওলানা ভাসানী সারা জীবন শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির প্রশ্নকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছেন।

সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপিসহ পলিটব্যুরোর নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ