1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব পালন

আপলোড সময় : ১৮-১১-২০২৩ ০৬:৩২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৩ ১০:২২:৩৯ অপরাহ্ন
নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব পালন
নিয়ামতপুর নওগা: নওগাঁর নিয়ামতপুরে শনিবার (১৮ নভেম্বর ) হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে নবান্ন উৎসব পালিত হয়েছে। সনাতন পঞ্জিকা অনুযায়ী পয়লা আগ্রহায়ণ এই উৎসব পালন করা হয়।

ভাবিচা গ্রামের পুরোহিত জীবন অধিকারী জানান, নবান্নের দিন সকালে গৃহকর্তা স্নান করে শুদ্ধ কাপড় পরেন। সঙ্গে নেন কাস্তে, কলা পাতা আর সিঁদুর। জমিতে গিয়ে তিনটি ধানের গোছ এক জায়গায় করে মন্ত্র পাঠ করে শিষ কেটে নিয়ে কলার পাতায় রাখে। তার সঙ্গে আরও কিছু ধান কাটে। এরপর ধানের গুচ্ছ মাথায় করে বাড়িতে নিয়ে আসলে বাড়ির মহিলারাএকটি পিঁড়ি পরিষ্কার করে তাতে আলপনা, সিঁদুর এবং ঘটে জল দিয়ে গৃহকর্তার জন্য অপেক্ষা করে।

তারপর গৃহকর্তা বাড়িতে এসে পিঁড়ির উপর দাঁড়ালে উলু ধ্বনি ও শঙ্খ ধ্বনি বাজানো হয়। এগুলো শেষে গৃহকর্তা ধানের গুচ্ছ মাথা থেকে নামিয়ে তুলসী বেদির সামনে রাখে। এরপর বাড়ির মহিলারা নতুন ধান থেকে খুঁটে খুঁটে চাল বের করে বিভিন্ন উপায়ে গুড়া করে। এই চাল গুড়ার সঙ্গে ফলমূল, দুধ, গুড় একসঙ্গে মাখিয়ে প্রসাদ তৈরি করা হয় । গৃহকর্তা এই প্রসাদ প্রথমে পূর্ব-পুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করে এবং পরে পরিবারের সকলে একসাথে বসে এই প্রসাদ গ্রহণ করে।

একই গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিপেন্দ্রনাথ প্রামানিক জানান, আগে নবান্নের দিনে পাড়ার সবাই মিলে এক জায়গায় খাওয়া-দাওয়ার আয়োজন হতো। খুব আনন্দ করতাম। সেটা এখন আর নেই বললেই চলে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ