রাজশাহী-১ গোদাগাড়ী- তানোর আসনে নৌকার মনোনয়ন তুললেন এমপি ফারুক চৌধুরী।
আপলোড সময় :
১৯-১১-২০২৩ ০৩:৪০:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৩ ০৩:৪২:৩৪ অপরাহ্ন
গোদাগাড়ী তানোরের জনগন আশাবাদী আবারো নৌকার মাঝি হবে এমপি ফারুক চৌধুরী
_____________________________________
নিজস্ব প্রতিবেদক: সংসদীয় আসন-৫২ ও রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসন থেকে সরকার দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে এমপি ফারুক চৌধুরীর পক্ষে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন তার দলের গোদাগাড়ী উপজেলা আ’লীগের সভাপতি জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস। এ সময় সাথে ছিলেন ,গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়না, ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ।
এমপি ওমর ফারুক চৌধুরীর দলীয় আস্থাভাজন গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন গোদাগাড়ী- তানোর উপজেলায় আ’লীগের বাতিঘর হিসেবে পরিচিত এমপি ফারুক চৌধুরী ও তার পরিবার। গত সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝ থেকে জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা ফারুক চৌধুরীকে উন্নয়নের প্রতিক নৌকা তুলে দিয়েছিলেন। সেই নির্বাচনে দুই উপজেলার মানুষের ভালোবাসার ভোট পেয়ে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার শান্তি রক্ষার্থে কাজ করে আসছে।
এই দুই উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। এছাড়াও এখনোও অনেক কাজ চলমান রয়েছে। দেশরত্ন শেখ হাসিনার অঙ্গিকারগুলো সঠিক ভাবে এই আসনের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে প্রাণপ্রণ চেস্টা করেছে। এই আসনের মানুষদের জীবনমান উন্নয়নে ও শান্তি বজায় রাখতে এমপি ফারুক চৌধুরী কতটুকু করতে পেরেছি তা প্রতিটি জনগন জানেন। তাই গোদাগাড়ী- তানোরের মানুষ শতভাগ আশাবাদি আবারো যদি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিক নৌকা দেন তাহলে এই অঞ্চলের মানুষরা এমপি ফারুক চৌধুরিকে আবারো ভালোবাসার ভোটের মাধ্যমে বিজয়ী করে সেবা করার সুযোগ দিবেন।
উল্লেখ্য গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি জানান, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ডিসেম্বর। আর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।"
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স