পুঠিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২০-১১-২০২৩ ১২:৫৮:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৩ ০১:০১:২৮ পূর্বাহ্ন
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বাসে চালক ও তার সহযোগী ছাড়া কোন যাত্রী ছিলেন না। এটি নাটোরের একটি কোম্পানির বাস ছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়। এ সময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও তার সহযোগী। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পুলিশও ঘটনাস্থলে যায়। ওসি জানান, এ ঘটনায় বাস মালিকের পক্ষ থেকে মামলা হবে। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স