রাবি পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন।
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২০-১১-২০২৩ ০৪:২৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৩ ০৪:২৮:৫৭ অপরাহ্ন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) আনন্দমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে চড়ুইভাতি আয়োজন করা হয়।
এতে হিসাব বিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হাসানকে সভাপতি ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম হোসান কে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত সদস্য ইব্রাহিম হোসেন মুন অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবনা জেলার শিক্ষার্থীদের মেধা চর্চার মাধ্যমে বাংলাদেশের আর্থ–সামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করেন। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ শিক্ষার্থীদের জননেত্রী শেখ হাসিনা কে ভোটের মাধ্যমে টানা চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কে অব্যাহত রাখার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন মুন এর সহধর্মিণী আয়েশা সিদ্দিকা শিমুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক রাবি ছাত্রলীগ নেত্রী। সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. রকিবুল ইসলাম জয়। বিগত কমিটির কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মো. নাঈম হাসান, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন ও মো. রাইসুল ইসলাম আকাশ কে সাংগঠনিক সম্পাদকসহ ৫৮ জনকে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মনির রুহানি।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স