নিয়ামতপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৩-১১-২০২৩ ০৪:৩০:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৩ ০৪:৩০:৫৬ অপরাহ্ন
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চকসদাশিব এলাকার মৃত গণেশ কর্মকারের মেয়ে ভাদরী রানী (৩৬), ভাবিচা ইউনিয়নের আসনদী গ্রামের আইনুদ্দিনের ছেলে তারেকুর রহমান (২৬) ও চন্দননগর ইউনিয়নের উজিরপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২৪)।
থানা সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানা পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ ভাদরী রানীকে গ্রেপ্তার করে। উপজেলার হাজিনগর ইউনিয়নে অপর এক অভিযানে ৯ পুরিয়া গাঁজাসহ তারেকুর রহমানকে গ্রেপ্তার করে। পরে উপজেলার চন্দননগর ইউনিয়নের ধর্মপুর মোড়ে অভিযান চালিয়ে হাসিবুলকে গ্রেপ্তার করে। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স