রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ আসনে নৌকার মাঝি হলেন যারা
আপলোড সময় :
২৬-১১-২০২৩ ০৭:৪১:২১ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৩ ০৭:৪১:২১ অপরাহ্ন
সোনালী রাজশাহী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের আসনভিত্তিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ । আগামি ৭ই জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
আজ রবিবার ২৬শে নভেম্বর বিকাল ৪,০০টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে । সংসদীয় মনোনয়ন বোর্ড সভার সম্মানিত সভাপতির চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক স্বীকৃতি পেয়ে যারা নৌকার মাঝি হলেন। রাজশাহী ৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা । রাজশাহী -১আসনে ৯ জনকে পেছনে ফেলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে নৌকা প্রতীক পেয়ে নৌকার মাঝি হলেন রাজশাহী- ১ (তানোর- গোদাগাড়ী) আসনের তানোর গোদাগাড়ীর মানুষের আস্থাভাজন তিন তিন বার জনগনের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী ।
এদিকে রাজশাহী -২ (সদর) আসনে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন আওয়ামী লীগের ৭ জন কিন্তু সকল কিছু কে উপেক্ষা করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের বিশ্বস্ত হাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার প্রতিক তুলে দিলেন। তিনিই হলেন রাজশাহী-২ সদর আসনে নৌকার মাঝি। রাজশাহী -৩ (পবা- মোহনপুর) একটি আলোচিত আসন যেখানে এবার দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন ৮ জন এর মধ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দুই দুই বার জনগনের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ আয়েন উদ্দিন এমপিকে পরাজিত করে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মোঃ আসাদুজ্জামান আসাদ হলেন রাজশাহী -৩ পবা মোহনপুরের গণমানুষের ভালোবাসা দোয়া ও আস্থার প্রতিদান স্বরূপ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রতীক নৌকা তুলে দিলেন মোঃ আসাদুজ্জামান আসাদের হাতে তিনিই হলেন রাজশাহী-৩ পবা মোহনপুরের নৌকার মাঝি।
রাজশাহী -৪(বাগমারা) আসনে এবার দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন ৬ জন এর মধ্যে ৫ জনকে পেছনে ফেলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাত থেকে আগামি ৭ই জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন তাহের পুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ । তিনিই হলেন রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকার মাঝি। রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এবার দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন আওয়ামী লীগের বর্তমান এমপি সহ ১১ জন দলীয় নেতা । এদের মধ্যে দুই বারের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা কে । বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক তুলে দিলেন। এবং সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আব্দুল ওয়াদুদ দারা হলেন নৌকার মাঝি রাজশাহী ৬-(বাঘা -চারঘাট) আসনে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন বর্তমান এমপি সহ চারজন । এর মধ্যে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মোঃ শাহরিয়ার আলম তিনিই আবারো চতুর্থবারের মতো নৌকা প্রতীক পেয়ে নৌকার মাঝি হলেন রাজশাহী ৬-আসনে ।
চাপাইনবাবগঞ্জের তিনটি আসনে নৌকার মাঝি যারা:
চাঁপাইনবাবগঞ্জ-১ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। চাঁপাইনবাবগঞ্জ-২ মুঃ জিয়াউর রহমান। চাঁপাইনবাবগঞ্জ-৩ মোঃ আব্দুল ওদুদ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স