নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিন তাপপ্রবাহের পর আজ শুক্রবার( ৯জুন) রাজশাহীর গোদাগাড়ীতে দেখা মিললো সস্তির বৃষ্টি। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা বৃষ্টি ‘ বৃষ্টির সাথে বয়ছে হিমেল হাওয়া। তাতে গরম থেকে স্বস্তি মিলছে । তাপমাত্রা অনেকটা কমেছে।
শুক্রবার (৯ জুন) দুপুর থেকে রাজশাহী জেলার বিভিন্ন অন্চলে বয়ছে গুঁড়ি গুঁড়ি, বৃষ্টি। দুপুর পৌনে ১২টার দিকে এক পশলা বৃষ্টি নামে। কিছুক্ষণ পর তা থেমেও যায়। আবার পৌনে ২ টার দিকে নামে ঝুম বৃষ্টি।
রাজশাহীর গোদাগাগাড়ীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি নেমেছে। এতে তাপমাত্রা কমায় স্বস্তি নেমেছে বরেন্দ্রভুমি জনপদে। কিছু দিন পর নামা এ বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে ‘পুড়ে কাঠ হওয়া’ রাজশাহী জেলা ।