ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার বর্তমান সমাজে মারাত্মক এক ব্যাধির নাম ইভটিজিং বরিশাল ও খুলনা দুই সিটি করপোরেশন নির্বাচনে  বিজয় নৌকার প্রার্থী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু রাজশাহী শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অসহায় বৃদ্ধা আলেয়া পেলেন চোখ অপারেশনের টাকা তীব্র তাপপ্রবাহের পর গোদাগাড়ীতে দেখা মিললো সস্তির বৃষ্টি প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ মারা গেছেন দেড় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার নির্বাচনে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবে: সিইসি

অসুস্থ নুরুল ইসলামকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা কাজল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার  ২নং ওয়ার্ড , আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক নুরুজ্জামান কাজল  এক অসহায় হাপানি ও ব্রেন সমস্যা  রোগীর পাশে দাঁড়ালেন।

অসুস্থ  ব‍্যাক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার  মহিষালবাড়ী ২ নং ওয়ার্ড এর  বাসিন্দা মোঃ
মাইনুল ইসলামের ছেলে নুরুল ইসলাম( বাবু)।
তিনি হাপানি শ্বাসকষ্ট, মাথার সমস্যা সহ বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন  আওয়ামী লীগ নেতা কাজল।
 মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) অসুস্থ বাবুর পরিবারের কাছে  গিয়ে  খোজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
নুরুল ইসলাম বাবুর  সম্পদ বলতে  বসত ভিটা ছাড়া কিছুই নেই। দিন মজুরির সামান্য আয়ে চলে তাদের সংসার। অসহায় সম্বল যা ছিলো তা দিয়ে করেছেন চিকিৎসা। অর্থাভাবে এখন তার  চিকিৎসা করা সম্ভব হচ্ছে না ।
গত ২৫ জানুয়ারি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতাল (রামেক) এ ভর্তি করা  হয়।
স্থানীয় যোগাযোগ  মাধ্যমে বাবুর অসুস্থতার বিষয়টি জানতে পারেন গোদাগাড়ী পৌর শাখার  মুহাম্মদ  নুরুজ্জামান কাজল । তিনি এগিয়ে আসেন অসুস্থ  বাবুর পরিবারের  কাছে । তিনি অসুস্থ ব‍্যাক্তির বাড়িতে     যান,সেখানে তিনি অসহায় বাবুর পরিবারের পাশে দাঁড়ান। তার চিকিৎসার জন্য  ২৫০০ হাজার  নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং উন্নত সুচিকিৎসার আস্বস্ত দেন।
এসময়  নুরুজ্জামান কাজল বলেন,
কয়েক দিন আগে   লোক সূত্রের মাধ্যমে জানতে পারি যে আমাদের মহিষালবাড়ী   এলাকায়   দরিদ্র  মো. নুরুল ইসলাম বাবু   হাপানি শাসকষ্ট ও বিভিন্ন শারীরিক রোগে  আক্রান্ত। অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের দিকেই বলা চলে। এই মুহুর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য নগদ   ২৫ হাজার টাকা  প্রদান করেন  আওয়ামী লীগ নেতা  নুরুজ্জামান কাজল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার

অসুস্থ নুরুল ইসলামকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা কাজল

আপডেট সময় ০১:৪৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার  ২নং ওয়ার্ড , আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক নুরুজ্জামান কাজল  এক অসহায় হাপানি ও ব্রেন সমস্যা  রোগীর পাশে দাঁড়ালেন।

অসুস্থ  ব‍্যাক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার  মহিষালবাড়ী ২ নং ওয়ার্ড এর  বাসিন্দা মোঃ
মাইনুল ইসলামের ছেলে নুরুল ইসলাম( বাবু)।
তিনি হাপানি শ্বাসকষ্ট, মাথার সমস্যা সহ বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন  আওয়ামী লীগ নেতা কাজল।
 মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) অসুস্থ বাবুর পরিবারের কাছে  গিয়ে  খোজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
নুরুল ইসলাম বাবুর  সম্পদ বলতে  বসত ভিটা ছাড়া কিছুই নেই। দিন মজুরির সামান্য আয়ে চলে তাদের সংসার। অসহায় সম্বল যা ছিলো তা দিয়ে করেছেন চিকিৎসা। অর্থাভাবে এখন তার  চিকিৎসা করা সম্ভব হচ্ছে না ।
গত ২৫ জানুয়ারি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতাল (রামেক) এ ভর্তি করা  হয়।
স্থানীয় যোগাযোগ  মাধ্যমে বাবুর অসুস্থতার বিষয়টি জানতে পারেন গোদাগাড়ী পৌর শাখার  মুহাম্মদ  নুরুজ্জামান কাজল । তিনি এগিয়ে আসেন অসুস্থ  বাবুর পরিবারের  কাছে । তিনি অসুস্থ ব‍্যাক্তির বাড়িতে     যান,সেখানে তিনি অসহায় বাবুর পরিবারের পাশে দাঁড়ান। তার চিকিৎসার জন্য  ২৫০০ হাজার  নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং উন্নত সুচিকিৎসার আস্বস্ত দেন।
এসময়  নুরুজ্জামান কাজল বলেন,
কয়েক দিন আগে   লোক সূত্রের মাধ্যমে জানতে পারি যে আমাদের মহিষালবাড়ী   এলাকায়   দরিদ্র  মো. নুরুল ইসলাম বাবু   হাপানি শাসকষ্ট ও বিভিন্ন শারীরিক রোগে  আক্রান্ত। অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের দিকেই বলা চলে। এই মুহুর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য নগদ   ২৫ হাজার টাকা  প্রদান করেন  আওয়ামী লীগ নেতা  নুরুজ্জামান কাজল।