মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর সু-পরামর্শে ও তাঁর নেতৃত্বে বর্তমান ডিজিটাল বাংলাদেশ উপহার পেয়েছে। এর ফলে আইসিটি সেক্টরে প্রায় ২০ লক্ষ তরুন তরুনীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিতে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দুই হাজারেরও বেশি ডিজিটাল সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। অপরদিকে আমরা একটি প্রযুক্তি শিল্পের নতুন দ্বার উন্মোচন করতে পেরেছি যার ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রায় ১.৫ বিলিয়ন ডলার প্রযুক্তি শিল্প থেকে রপ্তানি আয় করতে পারছি।
“ফেইক নিউজ” শব্দের পরিবর্তে “মিস ইনফরমেশন” বা “গুজব” অথবা “মিথ্যা অপপ্রচার” বলতে উৎসাহিত করে বলেন আমরা যখনই “ফেইক নিউজ” শব্দটি ব্যবহার করি তখনই একে সংবাদের একটি অংশ হিসেবে বোঝায়। কিন্তু এতে আমাদের সাধারণ নাগরিকদের মধ্যে যারা দর্শক বা পাঠক রয়েছেন তাদের মধ্যে একধরনের ভুল বোঝা-বুঝির তৈরি হয়। “ফেইক নিউজ” অথবা “মিথ্যা অপপ্রচার” বা গুজব কখনই সংবাদ হতে পারে না।
যে ভুল তথ্য সমাজে অস্থিরতা বয়ে আনে। আর সংবাদমাধ্যমের ভুল তথ্য সেটি বাড়িয়ে দিয়ে নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে। তাই সাংবাদিকতায় ফ্যাক্ট চেক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন জুনাইদ আহমেদ পলক।