সোনালী রাজশাহী : আজ থেকে শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। সোমবার (২৯ মে) শুরু হওয়া এ পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ বছর এ-বি-সি তিনটি ইউনিটের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৪৬৭টি।
আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা বলেন, পরীক্ষায় অসুদপায় অবলম্বন করতে পারে এমন সন্দেহভাজন ব্যাক্তিদের নজরদারিতে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, প্রক্সিসহ সব ধরনের জালিয়াতি ঠেকাতে আমরা প্রস্তুত আছি। বিগত সময়ে জালিয়াতির সঙ্গে জড়িত বেশকিছু ছাত্রের নাম গণমাধ্যমে এসেছে। তাদের গতিবিধি আমরা নজরদারিতে রাখছি। তারা কোথায় যাচ্ছে, কী করছে আমরা সবকিছুই লক্ষ্য রাখছি।
পরীক্ষা কেন্দ্রে মুঠোফোনসহ যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে। আর যে কোনো ধরনের জালিয়াতি রোধে তৎপর থাকার কথা জানান।