সোনালী রাজশাহী ডেস্ক : আজ দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ছিলো আয়ারল্যান্ড ও বাংলাদেশের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে প্রচন্ড ঝড়ো বাতাসেের কারণে উইকেট ঢেকে ফেলা হয়েছিলো টসের পরই, কিছুক্ষণ পরই নামে ঝুম বৃষ্টি।
চট্টগ্রামের আকাশ মেঘলা ছিল সকাল থেকে। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও বৃষ্টিবাধার শঙ্কা ছিলো বেশ ভালোভাবে। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেই টস হলো সাগরিকায়, টস জিতে আগেরদিনের মতোই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে টসের পর মিনিট দশেক না পেরোতেই চট্টগ্রামের নামলো মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে এখন খেলা শুরু নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।
বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে না খেলা। এমনকি খেলা কখন মাঠে গড়াতে পারে সেটি নিয়েও রয়েছে শঙ্কা। এর আগে সিরিজের প্রথম ম্যাচের মাঝপথেও বাঁধা দিয়েছিলো বৃষ্টি। তবে কার্টেল ওভারের ম্যাচেও আইরিশদের ২২ রানে হারিয়ে শুভসূচনা করেছিলো বাংলাদেশ।
প্রথম ম্যাচে আইরিশদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছিলো টাইগার ব্যাটাররা। বৃষ্টিবাধায় না আটকালে হতে পারতো টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। ব্যাটিংয়ের পর টাইগার বোলারদের সামনেও যেন অসহায় হয়ে পড়েছিলো আইরিশরা। এক তাসকিন আহমেদের তোপের মুখে পড়েই ডি/এল মেথডে ২২ রানে হারতে হয়েছে আয়ারল্যান্ডকে। আজ দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চায় বাংলাদেশ।
এদিকে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে টিকে থাকার ব্যাপারে আশাবাদী আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে চন্ডিকা হাথুরুসিংহের দল মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। তবে সিরিজে টিকে থাকার লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে আইরিশরা। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় আজ মাঠে নামবেন ফিওন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।