নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরএমপি রাজশাহীর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার ও ভালো কজে জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বেলপুকুর থানার ওসি মোহা মনিরুজ্জামান ।
সোমবার ( ২০ মার্চ ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, সকাল ৯ টায় আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
কল্যাণ সভা শেষে সকাল ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরে, আরএমপি’র পুলিশ কমিশনার -এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোহা মনিরুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন।
রাজশাহী মহানগরীর ১২ টি থানার মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও থানা এলাকার আইনশৃংখলা রক্ষায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত হওয়ায় তাকে ক্রেস্ট প্রদান করেন পুলিশ কমিশনার।
মোহা মনিরুজ্জামান বলেন, গত মাসের আরএমপির সদর দপ্তরে অনুষ্ঠিত মাসের অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমন, মাদক উদ্ধার ও অন্যান্য কাজ সফলতার সাথে সম্পাদনের জন্য আমাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন আরএমপির সুযোগ্য পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান স্যার।
অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের