” মহান বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা ২০২২” উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার “
আজ ০৭ ডিসেম্বর ২০২২ বিকেল সাড়ে ৪ টায় আরএমপি পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ উপলক্ষ্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কাবাডি, দাবা, ক্যারামবোর্ড ও পুল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, পুলিশকে তার দায়িত্ব পালন করতে গিয়ে কঠোর শারীরিক চাপের পাশাপাশি মানসিক চাপও বহন করতে হয়। খেলাধুলা পুলিশ সদস্যদের মধ্যে প্রাণ চাঞ্চল্য নিয়ে আসবে ফলে পুলিশ সদস্যরা নব উদ্যমে তাদের কাজকর্মে মনোনিবেশ করতে পারবে।
উদ্বোধনী দিনে আরএমপি’র এসএএফ ও শাহমখদুম বিভাগের মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এতে এসএএফ বিভাগ ২-০ সেটে জয়লাভ করে।
আনন্দমুখর এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।