সোনালী রাজশাহী : ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২৩৫ রান করল চেন্নাই সুপার কিংস। অসাধারণ ব্যাটিংয়ে ছর তুরলেন অজিঙ্কা রাহানে।
রোববার (২৩ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই কলকাতার বোলারদের ওপর চড়াও হয় চেন্নাই। দুই ওপেনার রুতুরাজ গাইকওয়াড় ও ডেভন কনওয়ে পেটাতে থাকেন ঝোড়ো গতিতে। পাওয়ার-প্লেতে দুজনে মিলে তুলেন ৫৯ রান। তাদের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৭৩ রানে। এ সময় সুইয়াশ শর্মার ঘূর্ণিতে সরাসরি বোল্ড হন রুতুরাজ। ২০ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৫ রান করেন চেন্নাই ওপেনার।
তখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন কনওয়ে। কিন্তু ধীরে ধীরে রানের গতি কমে যায় তার। অবশেষে ৪০ বলে ৫৬ রানে মাঠ ছাড়েন তিনি। বরুণ চক্রবর্তীর বলে কনওয়ে ক্যাচ দেন ডেভিড ভিসেকে। এরপর আজিঙ্কা রাহানে ও শিভাম দুবের ব্যাটে চড়ে উড়তে থাকে চেন্নাই। রাহানে ২৪ বলে ও দুবে ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
হাফসেঞ্চুরি পূর্ণ করে পরের বলেই সীমানাদড়ির কাছে জেসন রয়কে ক্যাচ দেন দুবে। দুবে মাঠে ছাড়লে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। ৮ বলে ১৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বিদায় নেন তিনি। ততক্ষণ রাহানে আরও ক্ষীপ্ত হয়ে উঠেন। কলকাতার বোলারদের পিটিয়ে রীতিমতো কোণঠাসা করে দেন তিনি। শেষ পর্যন্ত টিকে থাকা রাহানে ২৪৪.৮৩ স্ট্রাইকরেটে করেন ৭১ রান