সোনালী রাজশাহী ডেস্ক : ইয়াবা ট্যাবলেটসহ এক ইউপি সদস্যের ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (৫ মার্চ) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে হাতেনাতে আটক করে।
আটক ব্যক্তির নাম মাসুদ পারভেজ রানা (৪৫)। তিনি হলিদাগাছি জাগিরপাড়া গ্রামের ইউপি সদস্য ইমরান আলীর ছেলে।
সোমবার (৬ মার্চ) দুপুরে র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের মাসুদ পারভেজ রানা নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করছেন। এ সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল মাসুদের বাড়িতে অভিযান চালায়।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাসুদ রানা কৌশলে পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত র্যাব সদস্যরা তাকে আটক করেন।
আটকের পর মাসুদের বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
পরে তাকে আটক করে র্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।