এইচএসসি পরিক্ষা : সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
আজ রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলবে ১টা পর্যন্ত। কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬টি জেলার ১৯২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০২২ সালের কুমিল্লা বোর্ডে অধীনে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ১ লাখ ১৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে ৩১ হাজার ২৯৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে না।
এ বছর ৪১৯টি প্রতিষ্ঠান থেকে কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৯ হাজার ৫৭০ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৭১ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ৪১ হাজার ৫৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫ হাজার ২৬ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ১৭২ জন, ফেনী জেলায় ৮ হাজার ৬৭২ জন, নোয়াখালী ১৪ হাজার ৭১১ জন, চাঁদপুর জেলায় ১৪ হাজার ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১ হাজার ৮৮২ জন, লক্ষ্মীপুর জেলায় ৭ হাজার ৪৭৪ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র কুমিল্লা জেলায়।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের কুমিল্লা বোর্ডে অধীনে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ১ লাখ ১৬ হাজার ৫৭১ জন। তার বিপরীতে ফরম পূরণ করেছে ৮৫ হাজার ২৭৮ জন। অর্থাৎ রেজিস্ট্রেশন করেও কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না ৩১ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী। ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৬২ জন মেয়ে এবং ১২ হাজার ৯৩১ জন ছেলে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন, আগেই পরীক্ষার সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যেক কেন্দ্রে খবর নেয়া হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে কেন্দ্রগুলোতে। আশা করি, কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে কুমিল্লায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় পরীক্ষা চলে গেছে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে কুমিল্লাতে পরীক্ষা শুরু হচ্ছে এবং তা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।