একযুগ ধরে ৫ম শ্রেণিতে হত প্রাথমিক সমাপনী পরীক্ষা। এর আগে, ৫ম ও ৮ম শ্রেণিতে বাছাই করা শিক্ষার্থীদের মধ্যে হত বৃত্তি পরীক্ষা।
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১ম থেকে ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষা। একইসাথে একযুগ পর আবারও শুরু হতে যাচ্ছে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা।
শিক্ষা গবেষকরা বলছেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ওপর চাপ তৈরি করতে পারে। সেই সাথে বাড়তে পারে অসুস্থ প্রতিযোগিতাও।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, নতুন শিক্ষাক্রমে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত হয়েছে বৃত্তি পরীক্ষা নেওয়ার। আগামী ৮ ডিসেম্বর শুরু বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষার ফলের ভিত্তিতে ১০ ভাগ শিক্ষার্থীর মধ্যে নেওয়া হবে বৃত্তি পরীক্ষা। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেন, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমানোর কথা বলা হলেও বৃত্তি পরীক্ষা আবার চালু করাটা সাংঘর্ষিক। এতে শিক্ষার্থীদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা বাড়ার শঙ্কা আছে।
প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সভাপতি আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত প্রশ্নের ধরন কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ দিকে।