সোনালী রাজশাহী ডেস্ক : অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা পুলিশ।
আজ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী জেলা পুলিশ।
মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) মহোদয়। এসময় উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।