নিউজ ডেস্ক : এক ওভারে সর্বোচ্চ কত রান করা সম্ভব? ছয়টি ছক্কা হলে ৩৬ রান, আরও দু’একটি ওয়াইড হলে আরও দুটি রান হতে পারে। তাই বলে ৪৬ রান—আদৈ কি সম্ভব! সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত একটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে এমন ঘটনাই ঘটেছে। কেসিসি ফ্রেন্ডস মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনসিএম ইনভেস্টমেন্টের বাসু চড়াও হয়েছিলেন ট্যালি সিসির বোলার হরমনের উপর। গুনে গুনে নিয়েছেন ৪৬ রান।
ম্যাচে হরমনের প্রথম ডেলিভারিটি ছিল নো বল। সেটিতে ছক্কা মারেন বাসু। তার পরের বলে বাই হয়ে চার রান। পরের পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন বাসু। তার মধ্যে ছিল আরও একটি নো বল। ফ্রি হিট বলেও চার। চার-ছক্কায় সাজানো ওভারটিতে ওঠে ইতিহাস গড়া রান। মোট ৮ বলের ওভারে দুটি নো বল সূত্রে ২ রান। ৬টি ছক্কা থেকে ৩৬ রান, পরে আরো একটি ৪ এবং বাই থেকে ৪ রান।
ফিফা আইন ভেঙেছেন সালাউদ্দিন
কলকাতায় লিটনের বদলি চার্লস
৩৩ বছর পর কথা রাখল নাপোলি
স্বাভাবিকভাবেই এটি বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান এসেছে দুইবার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ ছক্কায় ৩৬ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে একই রান করেছিলেন যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাও। টেস্টের ১ ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড মূলত একজন বোলারের। ২০২২ সালে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে নেন ভারতের জাসপ্রিত বুমরাহ।
ভারতের ঘরোয়া ক্রিকেট আইপিএলে এক ওভারে সর্বোচ্চ ৩৭ রানের রেকর্ড আছে দুইবার। ২০১১ সালে কোচি তুস্কার্সের বোলার পি পরমেশ্বরন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩৭ রান দেন। এরপর ২০২১ সালে চেন্নাইয়ের বিপক্ষে একই রান দেন ব্যাঙ্গালোরের হার্শাল প্যাটেল