সোনালী রাজশাহী ডেস্ক : বাংলাদেশের ২০২ রানের জবাবে ১২৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। এ ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
বুধবার (২৯ মার্চ) দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় ৭৭ রানে।
আইরিশদের বিপক্ষে লিটন দাস ও রনি তালুকদারের উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলে বাংলাদেশ। টি-টোয়েন্টির ওপেনিং জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০২১ সালে ওপেনিং জুটিতে ১০২ রান করেছিলেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার।
শুধু ওপেনিং জুটির হিসাবেই না, লিটন-রনির ১২৪ রানের জুটিটি বাংলাদেশের জন্য যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে মিরপুরে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েছিলেন।
বাংলাদেশের ১৭ বছরের টি-টোয়েন্টির ইতিহাসে এখন পর্যন্ত ৫টি দুশো-ছোঁয়া ইনিংস খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বুধবারের ইনিংসটি আছে চতুর্থ স্থানে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রান করেছিল টাইগাররা। ওই বছরই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১১ করেছিল বাংলাদেশ। গত সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২০৭ রান বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান।
আয়ারল্যান্ড ম্যাচের আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের (১৩৪) মালিক ছিলেন টিম সাউদি। আইরিশদের বিপক্ষে ৫ উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন সাকিব। ১১৪ ম্যাচে তার উইকেটসংখ্যা এখন ১৩৬টি। তাদের পরে থাকা রশিদ খানের উইকেট ১২৯টি।
এ ম্যাচে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ রানের (৮৩) ইনিংস খেলেছেন লিটন কুমার। তার আগের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭৩, ইংল্যান্ডের বিপক্ষে।