সোনালী রাজশাহী ডেস্ক : ঐন্দ্রিলার শর্মার পর ক্যানসার আক্রান্ত তার মা শিখা শর্মা
গেল বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন ঐন্দ্রিলা শর্মা। মেয়ের মৃত্যুর কয়েক মাস যেতে না যেতেই এবার তার মা শিখা শর্মাও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ধরা পড়েছে ব্লাডারে ক্যানসার। চিকিৎসকরে পরামর্শে চলছে কেমোথেরাপি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ঐন্দ্রিলার অসুস্থতার ঠিক আগেই ক্যানসার ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি।
সংবাদমাধ্যমকে শিখা শর্মা বলেন, ‘আমি আবার ক্যানসারে আক্রান্ত হয়েছি। ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শে চলছে কেমো। ১৩ জানুয়ারি অপারেশন হবে।’
প্রসঙ্গত, গেল বছরের ২০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথমবার বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হন। মেয়ে অসুস্থ হওয়ার পর থেকে আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয় তার।