- সোনালী রাজশাহী ডেস্ক : ছাগলের এখন অন্যতম খাবার হচ্ছে ভাত, মাড়, কাঁঠালপাতা ও ভুসি। ঘাসের পরিবর্তে কাঁঠাল পাতার চাহিদা বাড়ায় অনেকেই এ পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন স্বাচ্ছন্দ্যে।
- ১৩ বছর ধরে সংসার চলছে কাঁঠালপাতা বিক্রি করে!
মাঠ কমে যাওয়ার প্রভাব পড়েছে ঘাসের ওপর। - তেমনি একজন রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ এলাকার হানিফুর রহমান।
নগরীর টাউনহল এলাকায় গিয়ে দেখা মেলে হানিফুর রহমানের সঙ্গে। তার সঙ্গে কথা বলে জানা , দীর্ঘ ১৩ বছর ধরে কাঁঠালপাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিন রংপুর নগরীর সিটি বাজার, টাউনহল এলাকায় তিনি কাঁঠালপাতা বিক্রি করেন। শুরুতে সামান্য আয় হলেও দিনে দিনে তা বাড়ছে। এখন প্রতিদিন ৪০০ থেকে ৬০০ টাকা আয় হয় তার।
হানিফুর রহমান জানান, ১৩ বছর আগে পেশা পরিবর্তন করে তিনি কাঁঠালপাতা বিক্রি শুরু করেন। শুরুতে সিটি বাজারের সামনে রাস্তার পাশে বসে পাতা বিক্রি করতেন। এখন নিজের ভ্যানে করে চালাচ্ছেন কাঁঠালপাতা বিক্রির এ ব্যবসা।
তিনি আরও জানান, কাঁঠালপাতার জন্য তিনি পুরো গাছ কিনে নেন। প্রতি গাছ সর্বনিম্ন ৪০০ থেকে ১১০০ টাকায় কিনে থাকেন। তারপর সেই গাছের পাতা কেটে নগরীর সিটি বাজার ও টাউনহল এলাকায় বিক্রি করেন। পাতার আঁটি বিক্রি করেন ১০ টাকা, তবে ৩ আঁটি কিনলে ২৫ টাকায় বিক্রি করেন। নির্ধারিত ক্রেতা রয়েছেন যারা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এসে এ পাতা কিনে থাকেন।