কিশোরগঞ্জ সদরে গর্তে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ সদরে গর্তে জমে থাকা পানিতে পড়ে অর্ক (৪) ও সিয়াম (৫) নামের দুই শিশু মারা গেছে। সিয়াম অর্কের মামাতো ভাই। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অর্ক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারের ব্যবসায়ী মাহফুজ মিয়া ও প্রয়াত জুয়েনা বেগম দম্পতির ছেলে। সিয়াম জুয়েনার চাচাতো ভাই মাসুদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অর্কের মা জুয়েনা বেগম তিন মাস আগে মারা গেছেন। এর পর থেকে তাঁর দুই ছেলে অর্ক ও মাশরুম সদরের গাগলাইল গ্রামে নানির বাড়িতে চলে আসে। এখানে থেকে তারা লেখাপড়া করত।
বাড়ির লোকজন গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে অর্কের নিথর দেহ উদ্ধার করা হয়।
আজ বিকেল চারটার দিকে নানির অগোচরে অর্ক, সিয়াম ও মাশরুম ঘুরতে বের হয়। একপর্যায়ে বাড়ির অদূরে গর্তে জমা পানিতে খেলতে গিয়ে অর্ক ও সিয়াম ডুবে যায়। অর্কের বড় ভাই মাশরুম দৌড়ে গিয়ে নানির কাছে এ খবর দিলে বাড়ির লোকজন গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে অর্কের নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে।