- কুয়াশার চাদরে ঘেরা বরেন্দ্রভূমি অঞ্চল গোদাগাড়ী
প্রকৃতিতে, সবকিছুর একটি চাকরি আছে। কুয়াশার কাজ হ’ল বিদ্যমান সুন্দরীদের আরও সুসজ্জিত করা।
নিজস্ব প্রতিবেদক: ঋতুচক্রে প্রকৃতিতে শীতকাল এসেছে। দেশবাসী শীতের তীব্রতা টের পেতে শুরু করেছে পৌষের মাঝে এসে। উত্তরাঞ্চল কাঁপছে শীতের দাপটে। আবহাওয়া অফিস জানিয়েছে—পঞ্চগড়, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে বছরের প্রথম দিনে উত্তর বঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহী জেলার বরেন্দ্রভূমি অঞ্চল গোদাগাড়ী অঞ্চল কুয়াশার চাদরে ঢেকেছে শিশিরভেজা শীতের সকাল। জানুয়ারি মাস জুড়ে তিন থেকে চারটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ প্রভাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাজশাহী জেলার গোদাগাড়ী জনপদ সহ বিভিন্ন এলাকা। কুয়াশার সাথে ঠান্ডা হাওয়ায় বাড়ছে শীতের আমেজ।
তবে বেলা বাড়ার সঙ্গে কমেছে কুয়াশা ও শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে গোদাগাড়ীর বিভিন্ন এলাকা ও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন।
ঘন কুয়াশার কারণে গোদাগাড়ী পদ্মা নদী পারাপারে নৌযানে হচ্ছে ধীরগতি। নৌকার এক মাঝি বলেন ঘন কুয়াশায় নদী পাড়ে পৌছাতে বিলম্ব হচ্ছে।
আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বলছেন এমন তাপমাত্রা আরো তিন দিন স্থায়ী হবে। ৩-৪ জানুয়ারির পরে গিয়ে তাপমাত্রা একটু বাড়বে। তবে আবার সেটি কমে যাবে। জানুয়ারি শীতলতম মাস। এই মাসে তাপমাত্রা অনেক কমে যায়। এই মাসেও মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহ বয়ে যাবে সারা দেশে। কোথাও কোথাও তীব্র হতে পারে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ।
কুয়াশা আর্দ্র বাতাসে গঠন করে। আর্দ্র বাতাস জলীয় বাষ্প ধারণ করে। জলীয় বাষ্প একটি গ্যাস যা দেখা যায় না।