সোনালী রাজশাহী : শুক্রবার সন্ধ্যায় ইডেনে আজ মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ ৪ উইকেট হারিয়ে ২২৮ রান করে। জয়ের জন্য নাইটদের সামনে ২২৯ রানের টার্গেট রাখেন ব্রুকরা। প্রয়োজনীয় রান তাড়া করতে নেমে ঘরের মাঠে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমে গেল কেকেআর। ২৩ রানে জয়ী হল সানরাইজার্স হায়দ্রাবাদ ।
পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইট রাইডার্স বাহিনী। রানের খাতা খোলার আগেই বিদায় নেন দলটির ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। এরপরে দলীয় ২০ রানে ভেঙ্কটেশ আইয়ার আউট হলে বিপদে পড়ে দলটি। সেই বিপদ আরও বাড়িয়ে দেন সুনীল নারিন। তিনি শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন।
এরপরে দলের হাল ধরার চেষ্টা করেন নারায়ণ জগদীসান ও অধিনায়ক নীতিশ রানা। দুজনে মিলে করেন ২৯ বলে ৬২ রানের জুটি। দলীয় ৮২ রানে ওপেনার জগদীসান (২১ বলে ৩৬ রান) আউট হলে রানের চাকা কমতে থাকে কলকাতার। দলটির ব্যাটসম্যান আন্দ্রে রাসেল মাত্র ৩ রান করে আউট হলে জয়ের আশা ক্ষীণ হয় কলকাতার।
সেই মুহূর্তে দলকে টেনে নিয়ে যান অধিনায়ক নীতিশ রানা ও রিংকু সিং। এই দুজনে মিলে করেন ৩৯ বলে ৬৯ রান। তবে ১৬৫ রানে অধিনায়ক রানা আউট হলে জয়ের সম্ভাবনা কমে যায়। শেষ মুহূর্তে অপরাজিত থেকে হার এড়ানোর চেষ্টা করেন রিংকু। তিনি ৩১ বলে ৫৮ রান করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ যোগ্য সঙ্গীর অভাবে।
এ দিন কলকাতা নাইট রাইডার্সের বোলারদের বেধড়ক পিটিয়ে রানের পাহাড় তৈরি করেন হ্যারি ব্রুক ও অধিনায়ক এইডেন মার্করাম। মার্করাম হাফসেঞ্চুরি করলেও শতরান করেছেন ব্রুক। ব্রুক সেঞ্চুরি করেছেন দুর্দান্ত প্রতাপে। ৫৫ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিতও ছিলেন ঠিক ১০০ রানে। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছয়ের মার। মার্করামের ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৫টি ছয়ের মারে।
টস হেরে ব্যাট করতে নেমে হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেয় হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগরওয়ালের উদ্বোধনী জুটি। যদিও আগরওয়াল মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ততক্ষণে মাত্র ৪.১ ওভারে ৪৮ রান তুলে ফেলে এইডেন মার্করামের দল। ওয়ান ডাউনে নামা রাহুল ত্রিপাটিও করেন ৯ রান।
এরপর দুর্ধর্ষ জুটি গড়েন ব্রুক ও দলপতি মার্করাম। মাত্র ৪৭ বলে তারা গড়েন ৭২ রানের জুটি। আন্দ্রে রাসেল, সুইয়াশ শর্মাদের বেধড়ক পেটান তারা। এরমধ্যে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। মার্করাম অর্ধশতক করেন ২৫ বলে। পরের বলে রাসেলকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হায়দরাবাদ দলপতি।
ব্রুককে পরে সঙ্গ দেন অভিষেক শর্মা। যদিও শুরুর দিকে ধীরে খেলেন তিনি। শেষ পর্যন্ত ১৭ বলে ৩২ রান করে রাসেলের শিকার হন এ তারকা। সবার শেষে নামা হেনরিখ ক্লাসেন ৬ বলে খেলেন ১৬ রানের দারুণ একটি ক্যামিও ইনিংস