সোমবার (২৮ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোরকানন ইউনিয়নের হাড়িশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ১৩০ বছর বয়সী আতর আলী নামে এক বৃদ্ধ।
ভোট দিয়ে বের হয়ে আতর আলী জানান, মেশিনে (ইভিএম) ভোট দেওয়া আগের চেয়ে অনেক সহজ। জীবনে অনেক ভোট দিয়েছি, সব ভোট সিল মেরে দিতাম। এবার প্রথম মেশিনে ভোট দিলাম। কোনো ঝামেলা নেই, টিপ দিলেই শেষ। জীবনে আর ভোট দিতে পারব কি না, সন্দেহ আছে। তাই কষ্ট করে ভোট দিতে এসেছি।
ছেলে জাহাঙ্গীর আলম বলেন, তার বাবা তিন গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ লোক। মেশিনে ভোট হয় শুনে ভোট কেন্দ্রে আসার আগ্রহ প্রকাশ করে। তাই কষ্ট করে রিকশায় করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে বাবা অনেক খুশি।