সোনালী রাজশাহী ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হয়ে জিবনের সাথে যুদ্ধ করছে ক্রিকেটার শরিফ ইসলাম। তার জন্য ইতোমধ্যেই ৫ লাখ টাকা সহয়তা দিয়েছে বিসিবি। ক্রিকেটারের চিকিৎসা চলছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে।
ভারতের অ্যাপোলো হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার কাজ চলছে শরিফের জন্য। সেই সাথে চলছে পাসপোর্ট বানানোর কাজ। ঢাকায় প্রথম কেমো দেয়ার পর তাকে নেয়া হবে ভারতে। এর আগে, শরিফের অসুস্থতার কথা যমুনা টেলিভিশনের মাধ্যমে বিসিবি সভাপতিকে জানানো হলে তিনি সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন।
সেই মোতাবেকই ব্যবস্থা করা হচ্ছে সবকিছু। এক সময় আফিফ হোসেন ধ্রুবদের সাথে মাঠ মাতিয়েছেন শরিফ; তার খেলার কথা ছিল যুব বিশ্বকাপে। ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন বেঁচে থাকার যুদ্ধে লড়ছেন শরিফ ইসলাম। আবারও তিনি মাঠে ফিরতে চান।