নিজস্ব প্রতিবেদক : গোদাগাড়ীতে ঢাকা কোচের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী ২জন নিহত।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এলাকায় ঢাকা কোচের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ২জন নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো ১জন আহত হয়।
শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট কশাইপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় আজ শুক্রবার ফেব্রুয়ারি ২৪ তারিখ আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহীর দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহী কে চাপাই থেকে ছেড়ে আসা হানিফ গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা গোদাগাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা যায় স্পটে একজন মারা যায় রাজশাহী নিয়ে যাওয়ার পথে আর একজন মারা যায় অপরজন গুরুতর আহত।
নিহতারা হলেন(১)সাদিকুল ইসলাম ৩৫ পিতা সাবের আলী, স্পটেই মারা গেছে।
(২) রাজ্জাক আলী ৪০ পিতা মৃত তুমির উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
(৩) গুরুতর আহত রায়হান ৩৫ পিতার লুৎফর রহমান
উভয় ঠিকানা চান্দুরা তানোর।