নিজস্ব প্রতিবেদক : অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে গোদাগাড়ীতে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে গোদাগাড়ী উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকালে কালো ব্যাজ ধারণ , প্রভাত ফেরির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র স্রদ্ধা নিবেদন করেন গোদাগাড়ী উপজেলা প্রশাসন।
একুশ মানে চেতনা আমার/ মায়ের ভাষায় কথা বলা,/ একটা স্বাধীন দেশের জন্য/ সবাই মিলে যুদ্ধ করার। কবির এ চেতনার ধারায় পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে আমরা পেয়েছি মাতৃভাষার কথা বলার অধিকার আর একটি স্বাধীন সার্বভৌম জাতির স্বীকৃতি।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব জানে আলমের সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ওমর ফারুক চৌধুরী সংসদ সদস্য রাজশাহী ১ গোদাগাড়ী, তানোর।
বিষেশ অতিথি জনাব জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র, জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস
জনাব মো আব্দুল মালেক ভাইস চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ।
জনাব মোহাম্মদ কামরুল ইসলাম অফিসার ইন্চার্জ গোদাগাড়ী মডেল থানা।
একুশের রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করেই বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনের পর মাস আসে, মাস পেরিয়ে বছর, সকলই পতিত হয় কালের গর্ভে।
” আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি “