পানিতে ডুবে দম্পতির মৃত্যু
রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা রুপম ও তার স্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় সানজামুল ইসলাম নয়ন এর ছোট বোন নিশি পানিতে ডুবে মারা যান গতকাল শুক্রবার।
আজ ২৩ ডিসেম্বর শনিবার একদিন পর স্বামী রুপম এর লাশ উদ্ধার হয়।
উল্লেখ্য: ২২ ডিসেম্বর শুক্রবার সকাল বেলায় এই দম্পতি পারিবারিকভাবে পিকনিক করতে জান চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার আলাতুলী ইউনিয়ন চর দুলভপুর (বালিগাহ) এলাকার নবনির্মিত একটি পিকনিক স্পটে। সেখানে গিয়ে (দম্পতি ) তারা গোসল করার জন্য নদীতে নামে।
গোসল করার সময় একপর্যায়ে দম্পতির মধ্যে স্ত্রী নিশিকে পানিতে তলিয়ে যেতে দেখে স্বামী উদ্ধারের জন্য গেলে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বাকি পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করে কিছুক্ষণ পরে প্রথমে তার স্ত্রী নিশিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানে গিয়ে ডুবরি দল ও ফায়ার সার্ভিস টিম শুক্রবার ঘটনার পর থেকে অনেক খোজা, খোজীর পরও স্বামী রুপম এর লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
অবশেষে আজ ২৩ ডিসেম্বর অর্থাৎ একদিন পর দুপুরে স্বামী রূপমের লাশ পাওয়া যায়।
দম্পতি
মৃত রূপম রাজশাহী গোদাগরী পৌরসভার শ্রীমন্তপুর মোঃ বদরুউদ্দিন মিয়ার ছোট ছেলে সালাউদ্দিন কাদের রূপম।
স্ত্রী গোদাগাড়ী পৌরসভার ফাজিলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন নায়েবের একমাত্র কন্যা ও আল-মদিনা ডেকোরেটারের মালিক শামীমের বোন নিশি।
আজ শনিবার বিকাল সাড়ে চারটার সময় গোদাগাড়ী ফাজিল পুর গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।
তাদের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।