বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র এর বিরুদ্ধে গোদাগাড়ী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আজ ২ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী ফিরোজ চত্বরে গোদাগাড়ী আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ।
সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী জেলার
গোদাগাড়ী আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন
গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ।
উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মো: রবিউল আলম।
জনাব মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ।
সমাবেশে বক্তব্য রাখেন- গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। যুবলীগের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সহ আরও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে বক্তৃতায় বলেন
প্রিয়নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আওয়ামী লীগ তার নিরলস পরিশ্রম করে দেশটাকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নে বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন ঠিক তখনই বিএনপি ষড়যন্ত্র করে দেশটাকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ থাকতে তাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আমরা রাস্তায় থেকে তার দাঁতভাঙা জবাব দেব।