রাজশাহী জেলার গোদাগাড়ী কাকনে জলবায়ু-বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক অনুষ্ঠান।
সিসিবিভিও’র আয়োজনে মঙ্গলবার (৩ জানুয়ারী) কাকনহাট শাখা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ এবং প্রারম্ভিক বক্তব্য রাখেন সিনিয়র ফিল্ড অফিসারনিরাবুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি প্রফেসর আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান মো: সারওয়ার-ই-কামাল।
কর্মশালার আলোচ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক ও বাংলাদেশ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনে বরেন্দ্র অঞ্চলের জন-জীবনে প্রভাব ও ঝুঁকিসমূহ, গোদাগাড়ী উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও অপরাপর জনজাতির প্রতি বৈষম্য প্রতিরোধে করণীয়, জেন্ডার সমতা ও বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় এবং সিসিবিভিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আন্ত-সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধিতে করণীয়।