সোনালী রাজশাহী: ঘূর্ণিঝড় মোখা শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে। এরইমধ্যে মোখা প্রতিরোধে খুলনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ, গঠন করা হয়েছে ১১৬টি মেডিকেল টিম।
জেলা প্রশাসন জানিয়েছে, মেডিকেল টিমের পাশাপাশি ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৮৫০ মানুষ আশ্রয় নিতে পারবে। প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, শিশুখাদ্য ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। গবাদি পশুর জন্য পৃথক ব্যবস্থা করা আছে। প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিসের তিনটি উদ্ধারকারী দল। এছাড়া নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্যরা নিরাপত্তায় কাজ করবেন। উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতেরও কাজ চলছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, ‘আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সব সময় মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, শুকনা খাবার, পানি, শিশুখাদ্য মজুত রয়েছে