সোনালী রাজশাহী নিউজ: আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুরের সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে মতলবে মাছের আড়ত তল্লাশি করে মোট ৪৫০০ কেজি (১১২.৫ মণ) জাটকা জব্দ করা করে।