সোনালী রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় জেলা পুলিশ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- (১)মেসবাউল হক টুটুল, (২) মাসুদ রানা ওরফে রানা, (৩)মো. ইব্রাহিম ওরফে হাবা, (৪) শামীম রেজা ( ৫) মিলন হোসেন।
পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব বলেন, এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে ৫ জনকে গ্রেফতার করে।
গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।