সোনালী রাজশাহী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৫ জন আটক।
জেলা গোয়েন্দা শাখার ১ম অভিযানে :
আসামি ০১) মোঃ রনি ইসলাম @ রনি (২০) পিতা- মৃত গোলাম রব্বানী সাং বাবলাবোনা থানা – শিবগঞ্জ কে বাবলাবোনা গ্রাম থেকে ইং ০১/৩/২০২৩ তারিখ সময় ১৭:৩০ ঘটিকায় ৪০০ (চারশত) পিচ সাদা রং এর ইয়াবা ট্যাবলেট ও একটি মটরসাইকেল সহ আটক করা হয় ।
২য় অভিযানে, আসামী ০১। মোঃ জামাল হোসেন (৩২), পিতাঃ মোঃ আজাদ আলী, মাতাঃ মোসাঃ মুরশেদা বেগম, সাং-কোদালকাটি (জেলেপাড়া), ইউপিঃ চর আলাতুলী, থানা ও জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ কে সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কোদালকাটি (জেলেপাড়া) গ্রামস্থ আসামীর বসত বাড়ি থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইন সহ আটক করা হয়।
৩য় অভিযানে:
আসামি ০১) মোঃ সাইদুজ্জামান @ ইশা (৩৪) পিতা- মৃত রফিকুজ্জামান সাং কৃষ্ণ গোবিন্দপুর মিয়া পাড়া থানা – সদর কে মিয়াপাড়া গ্রাম থেকে ইং ০২/৩/২০২৩ তারিখ সকাল ০৭:৫০ ঘটিকায় ১৪ (চৌদ্দ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক করা হয়। পরবর্তীতে উক্ত আসামির তথ্য মতে অপর আসামি ০২) মোঃ জুয়েল আলী (২৫) পিতা- মোঃ লোকমান সাং বিশ্বনাথপুর থানা শিবগঞ্জ কে নাহালা পেট্রোল পাম্পের সামনে থেকে একই তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় আটক করা হয় ।
রহনপুর ফাড়ীর অভিযানে ৪র্থ অভিযানে:
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে আসামি মো: মিলন ইসলাম @ আত্তর, পিতা: মো: ময়রুল ইসলাম, সাং-ছোট বজ্ঞেশ্বর, ইউপি: বোয়ালিয়া, থানা গোমস্তাপুর জেলা চাঁপাইনবাবগঞ্জ কে তার নিজ বসতবাড়ি থেকে ৬০০(ছয়শত) গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
সকল ঘটনায় সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।