সোনালী রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান।
বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর বহলাবাড়ি ঘাট ও সাত্তার মোড় ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। তিনি বলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন সব সময় অবৈধ বালুমহলের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা