সোনালী রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ (মাদক ) ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ও এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া আমবাগানে এই অভিযান চালানো হয়।
এসময় পাঁচ চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাদেরকে ধাওয়া করা হলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ও এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।