নিজস্ব প্রতিবেদক: জাতীয় হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে চোরাই গরু ও বহন করা পিকআপসহ দুই চোরকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরের কাপাশিয়া কাজীর পাড়া বেলেপুকুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রায়হান (৩২) ও মতিহার থানার ধরমপুর গ্রামের আবুল কালামের ছেলে রবিউল ইসলাম (২৮)।
(২২ মে) সোমবার দিবাগত রাত ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকা থেকে চোরাই গরু ও পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গরু দুইটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের সিধনা গ্রামের কৃষক আবুল কাশেমের।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, চোরাই গরু,পিকআপসহ ও দুই চোরকে গ্রেফতার করা হয়। অন্য পলাতক আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এ বিষয়ে গরুর মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।