নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসকের বদলি বিদায়ে ফুল দিয়ে শুফেচ্ছা জানালেন আরএমপি পুলিশ কমিশনার।
আজ ২০ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দে রাত ৮:৩০ টায় পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টার, রাজশাহীতে জনাব আব্দুল জলিল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী’র বদলিজনিত বিদায় উপলক্ষ্যে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
দৈনিক সোনালী রাজশাহী এর সর্বশেষ খবর পেতে Google News/sonalirajshahi.com
এসময় উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার জনাব আনিছুর রহমান।
রাজশাহী জেলা পুলিশ সুপার, জনাব এবিএম মাসুদ হোসেন।
আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।