সোনালী রাজশাহী : টানা তীব্র গরমের পর সিলেটে দেখা মিলল স্বস্তির বৃষ্টি। সোমবার (১৭ এপ্রিল) প্রথমে রাত পৌনে ৯ টার দিকে মুশলধারে বৃষ্টি নামে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। পরে রাত সোয়া ১১ টার দিকে সিলেট শহরে কয়েক ফোটা বৃষ্টির দেখা মিললেও কয়েক মিনিটের মধ্যে থেমে যায়। তবে সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলায় বাতাস বইছে।
সিলেট আবহাওয়াবিদ জানান, দিনে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও সন্ধ্যার পর থেকে ধমকা হাওয়া বইতে থাকে। তবে রাতের শেষের দিকে পুরো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী। এদিন ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।