ফেনীর ৭২৩ বীর মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সার্টিফিকেট।
ফেনী সদর উপজেলার ৭২৩ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জজ কোটের পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল৷
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহিদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযুদ্ধকালীন ত্রিপুরা মুহুরী ইউথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি চিপ মোস্তফা হোসেন, সদর উপজেলার সাবেক কমান্ডার নুরুল আফছার, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ প্রমুখ।