রাজধানীতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে দুজন অগ্নিদগ্ধ হয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে ফায়ার সার্ভিস সদস্যরা।
শনিবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানী গুলশানে একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গুলশানে এসি বিস্ফোরণের দগ্ধ দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে আর অন্যজনের চিকিৎসা চলছে। তার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনও নির্ধারণ করা হয়নি।