সূচি অনুযায়ী, বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় দেশটির নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাকিব। একই অনুষ্ঠানে যোগ দিতে মরুর দেশে যান বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। কিন্তু অনুষ্ঠান উদ্বোধনের সময় দেখা মেলেনি তার। অন্যরাও সাকিবের আড়ালে পড়ে যান। এক সাকিবকে ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় গোল্ড সুকেতে।
সোনালী রাজশাহী এর সর্বশেষ খবর পেতে Google সার্চ করুন sonalirajshahi.com
বাংলাদেশ থেকে শুধু সাকিব-হিরো আলম নন, আরাভ খানের জুয়েলারি শপের উদ্বোধন উপলক্ষে
বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, অভিনেত্রী দিঘি, রুবেল খন্দকার, বেলাল খানসহ আরও অনেকেই এই জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে দুবাই পৃথিবীর স্বর্ণের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। দুবাইপ্রবাসী অনেক বাংলাদেশি যেমন সেখানে স্বর্ণের দোকানে কাজ করেন, তেমনই আবার স্বর্ণের দোকানের মালিকানাতেও আছেন কয়েকজন প্রবাসীর