সোনালী রাজশাহী ডেস্ক : এবার ইউরোপের বাজার ধরতে প্রস্তুত হচ্ছেন পদ্মাপারের জেলা শরীয়তপুরের কৃষকেরা।
বিশ্ব জুড়ে বাড়ছে কৃষিপণ্যের চাহিদা। সম্প্রসারিত হচ্ছে নিরাপদ খাদ্যের বাজার। নতুন বছরের শুরুতেই দেশের গণ্ডি পেরিয়ে সুইডেন, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে শরীয়তপুরের জাজিরার বিষমুক্ত সবজি।
গত ২ জানুয়ারি প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে জাজিরার লাউ, করলা, কচু, শিম আর কাঁচা মরিচ রপ্তানি নিশ্চিত করেছেন রপ্তানিকারকেরা। গত ২৬ জুন পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর কারণে উন্নত হয়েছে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা। তাই রাজধানী থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের জাজিরার সবজির দিকে চোখ রপ্তানিকারকদের। এখানকার সবজি ক্রয়ে আগ্রহ বেড়েছে তাদের। রপ্তানি কার্যক্রম চালুর কারণে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় নিজেদের ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন প্রান্তিক কৃষকেরা। জাজিরার কৃষিপণ্য রপ্তানি করে দেশের বাজার থেকে ২০ শতাংশ বেশি মূল্য পাওয়া যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।