নওগাঁর মহাদেবপুরে চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান যে, বুধবার রাতে উপজেলার খাজুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে বানী ইসরাইলের বাড়ীর পাকা গোয়াল ঘরের ইটের প্রাচীরে সিঁধ কেটে প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের দুইটি গাভীসহ একটি বাছুর চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বানী ইসরাইল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে জেলা পুলিশ সুপার রাশিদুল হকের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) গাজিউর রহমানের সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করে বৃহস্পতিবার রাতে সাপাহার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে
(১) গোলাপ ওরফে বাবু (২৬), (২) জাহাঙ্গীর হোসেন (৩০) (৩) নিরেন ওরফে বাবু ড্রাইভার (৫০), ( ৪) তারিফকে (৩৫) গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।